ছড়া
হাত কাটা নয় , পা কাটা নয় লম্বা-লম্বি ছেড়া
পশ্চিম বঙ্গ আসলে ভাই পলিটিক্স-এ চেরা
জরাসন্ধের গল্প যেমন : যার কপালে যা '--
পশ্চিম-বঙ্গের 'পূব-বঙ্গ' নেই ! --' বাংলা দেশের' গা'
বঙ্গ-ভঙ্গ , ভঙ্গ-বঙ্গ যে -ভাবে ই চেনো
পশ্চিম বঙ্গে পলিটিক্স-এর আসল রঙ্গ জেনো ।
'দাদা- বাজী'র খেলা ছিল , - দিদির খেলা আজ
সাধারণের রোজ -হাফানি ; তোর-আমার কী কাজ ?
( ০৪/০৩/২০১২ ) - পরাশর
______________________
হাত কাটা নয় , পা কাটা নয় লম্বা-লম্বি ছেড়া
পশ্চিম বঙ্গ আসলে ভাই পলিটিক্স-এ চেরা
জরাসন্ধের গল্প যেমন : যার কপালে যা '--
পশ্চিম-বঙ্গের 'পূব-বঙ্গ' নেই ! --' বাংলা দেশের' গা'
বঙ্গ-ভঙ্গ , ভঙ্গ-বঙ্গ যে -ভাবে ই চেনো
পশ্চিম বঙ্গে পলিটিক্স-এর আসল রঙ্গ জেনো ।
'দাদা- বাজী'র খেলা ছিল , - দিদির খেলা আজ
সাধারণের রোজ -হাফানি ; তোর-আমার কী কাজ ?
( ০৪/০৩/২০১২ ) - পরাশর
______________________
No comments:
Post a Comment