Sunday, March 4, 2012

 
                          অল -বেঙ্গল   মিছিল  খেলা 

আয়তো দেখি , দেখিয়ে  দেবো  পাল্টা-পালটি  মিছিল খেলা  
কার কত ত্যেজ , দেখা যাবে ;  সকাল থেকে  সন্ধ্যা বেলা 
যাকেই  ডাকবো-  তাকেই  পাবো,  বেকার  ভীড়ের আর কিবা কাজ 
হাক দিলেই  আসবে  ছুটে ; দুই দিকেই  ভরাট  মেজাজ 
আয় না তবে , দেখিয়ে  দেবো ; রাস্তা ঠেসে  ভীড় জমাবো 
আম-জনতার  দুর্দ্দশা ? তো - তোর  তা'তে  কী  ! - দেখিয়ে  দেবো ।
 --পরাশর (রচনা - ০৪/০৩/'১২ ) ।



No comments:

Post a Comment